Published in 04-12-2023
জনতা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘স্মার্ট টেইলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন’ কোর্সের প্রথম ব্যাচের কার্যক্রম সমাপ্ত হলো। এই প্রকল্পের আওতায় টেইলারিং, টাই-ডাই, ব্লক-বাটিক, হ্যান্ড এম্ব্রয়ডারি ও ক্র্যাফটিং, ফ্যাশন ডিজাইন (বেসিক) এবং বিজনেস ডেভলপমেন্ট (বেসিক) প্রশিক্ষণ দেয়া হয়। তিন মাস ব্যাপী পরিচালিত এই আবাসিক কোর্স চলাকালে সার্বক্ষণিক একজন আলেমার তত্ত্বাবধানে দীনের মৌলিক বিষয়সমূহ শিক্ষা দেয়া হয়।